মিঠুন ভদ্র নগরকান্দা(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ( ১২মার্চ ) মঙ্গলবার -সকল ১০ টায়, নগরকান্দা পৌরসভার চৌমুখা গ্রামে শিহাবুল মুন্সীর বাড়িতে তথ্য আপা প্রকল্প ২য় পর্যায়ের উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবিরের সভাপতিত্বে ও উপজেলা তথ্যসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব ) লায়লা নূর হীরার সঞ্চালনায় উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, উপজেলা তথ্যসেবা সহকারী কানিজ সুবর্ণা, নগরকান্দা মডেল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাসনাত উজ্জ্বল, সাংবাদিক আবু নাছির, আশিক ইসলাম (সোহান) প্রমুখ।
উক্ত গ্রামের উঠান বৈঠককে উপস্থিত ৫০ জন নারীর মাঝে ৩০ টিরও বেশি সেবা সম্পর্কে তথ্য তুলেধরে অবগত ও ধারণা দিয়ে জনসচেতনামূল বক্তব্য করেন কর্মকর্তারা।
পরে উপস্থিতিদের মধ্যে সম্মানি ভাতা প্রদান ও খাবার বিতরণ করা হয়।