সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
কুমিরের জীবনাচারন পর্যবেক্ষনে কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার স্হাপন করে সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে।
শ্রীলঙ্কার কুমির বিশেষজ্ঞ ড. আর ইউ সোমায়রা এবং অষ্ট্রেলিয়ার কুমির বিশেষজ্ঞ ড. পল বন বিভাগ ও আই ইউ সি এন এর সহযোগিতায় গতকাল বিকেলে সুন্দরবনের করমজলের কুমির জুলিয়েট ও যশোরের মাইকেল মধুসূদন দত্তের বাড়ির এলাকা থেকে উদ্ধারকৃত স্ত্রী কুমির মধুকে স্যাটেলাইট ট্রান্সমিটার ডিভাইস সেট করে সুন্দরবনের ভদ্রা নদীতে অবমুক্ত করা হয়।
এশিয়া মহাদেশে এই প্রথম কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসায়ে সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হলো।
করমজল বণ্যপ্রানী কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবীর এ তথ্য নিশ্চিত করে জানান, এর মাধ্যমে কুমিরের চলাচল ও যেসকল কুমির নদীতে অবমুক্ত করা হয়েছে তার সারভাইভাল রেট জানা যাবে।
এসময় উপস্থিত ছিলেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ নুরুল করিম, সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ডঃ আবু নাসের মহাসিন হোসেন, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল,আই ইউ সি এন এর কান্ট্রি ডিরেক্টর জনাব মোঃ সরোয়ার আলম দীপু, মৎস্য বিশেষজ্ঞ মোঃ মফিজুর রহমান, করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবীর।