নবধারা ডেস্কঃ
আসন্ন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভায় আজ বৃহস্পতিবার ছিল প্রার্থীতা ফরম জমার দেওয়ার শেষ দিন। আজ সারাদিনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদে প্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোঃ ফয়জুল মোল্লার হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া আর কোন প্রার্থী মেয়র পদে লড়াই করছেন না। তাই জনগণের দৃষ্টি এখন কাউন্সিলরদের দিকে।
এদিকে এ পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ২ জন প্রার্থী ফরম জমা দিয়েছেন।
এ ওয়ার্ডে আজ ফরম জমা দিয়েছেন বর্তমান কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম। তিনি টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি।
তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাবেক কাউন্সিলর পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ফকরুল আলম।
দুই প্রার্থীর ফরম বৈধ হলে এ ওয়ার্ডের ৩০ জানুয়ারীর ভোটযুদ্ধ হবে সমানে সমান।