নবধারা ডেস্ক
দৈনিক ইত্তেফাকের টুঙ্গিপাড়া প্রতিনিধি গোলাম কাদের(৬২) কে জানাজা শেষে গিমাডাঙ্গা নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ শনিবার যোহরের নামাজের পর তার দাফন সম্পন্ন হয়।আজ যোহরবাদ গিমাডাঙ্গা মুয়াজবিন জাবাল মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
শুক্রবার রাত ১টার দিকে নিজ বাড়িতে গোলাম কাদের হঠাৎ অসুস্থবোধ করলে দ্রুত তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়,পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত রিপোর্টার গোলাম কাদের দৈনিক ইত্তেফাকের টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে দুই পুত্র,দুই কন্যা, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য গোলাম কাদের টুঙ্গিপাড়ার বিশ্বাস বাড়িতে জন্মগ্রহণ করেন।
এদিকে তার জানাজার নামাজে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, গনমাধ্যমে কর্মরত জেলা ও উপজেলার তার সহকর্মীগন উপস্তিত ছিলেন।