Nabadhara
ঢাকারবিবার , ১২ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় পানিতে ডুবে ভাইয়ের মৃত্যুতে ম্লান হয়ে গেল বোনের এসএসসি পাশের আনন্দ

কোটালীপাড়া প্রতিনিধি
মে ১২, ২০২৪ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া প্রতিনিধিঃ

পুরো বাড়িতে যেখানে আনন্দে মাতোয়ারা হওয়ার কথা সেখানে এখন কান্নার রোল। আহাজারীতে চলছে শোকের মাতম। বাড়ির বড় মেয়ে মরিয়ম খানম এবার মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেন। আজ সকালে পরিক্ষার ফলাফল জানতে পেরে পুরো বাড়িতে হৈ চৈ শুরু হয়। এ সময় সবার অগোচরে বাড়ির ছোট ছেলে রিফাত শেখ (৩) পানিতে ডুবে মারা যায়।

 

ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামে। মৃত রিফাত শেখ তারাশী গ্রামের জাহিদুল শেখের ছেলে। মৃত রিফাত শেখের মামা হাফিজুর শেখ জানান, আজ সকালে তার ভাগ্নী মরিয়ম খানমের এসএসসির ফলাফল প্রকাশ পায়। জিপিএ ৪.৩৯ পেয়ে মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হয় সে।

 

আশানুরুপ ফলাফল না হলেও পরিবারের সবাই খুশি হয়। এ সময় বাড়ির বাইরে খেলতে থাকা মরিয়মের ছোট ভাই ৩ বছর বয়সী রিফাত শেখ কে দেখতে না পেয়ে সবাই খোজাখুঁজি শুরু করে। কিছুক্ষন পর পার্শ্ববর্তী দিঘীর পানিতে ভাসতে দেখা যায় রিফাত কে। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।