সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের ফকিরহাট উপজেলায় শেখ ওয়াহিদুজ্জামান বাবু, চিতলমারী উপজেলায় আবু জাফর মো. আলমগীর সিদ্দিকী ও মোল্লাহাট উপজেলায় শাহিনুল আলম ছানা বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঘোষিত ফলাফলে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় শেখ ওয়াহিদুজ্জামান বাবু (মোটরসাইকেল) ৪৬হাজার ৬৫৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান চেয়ারম্যান স্বপন দাস (আনারস) পেয়েছেন ২৯ হাজার ৭৭৭ ভোট।
বাগেরহাটের চিতলমারী উপজেলায় ৩৬ হাজার ১১১ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবু জাফর মো. আলমগীর সিদ্দিকী (দোয়াত কলম)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান চেয়ারম্যান অশোক কুমার বড়াল (মোটরসাইকেল) পেয়েছেন ২৭ হাজার ৮৫৭ ভোট।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ২৯ হাজার ৯০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান শাহিনুল আলম ছানা (দোয়াত কলম)।তার নিকটতম নাসির উদ্দিন ( আনারস) পেয়েছেন-১৯ হাজার ৯৫৪ ভোট। বিজয়ী এবং নিকটতম প্রতিদ্বন্দী সকলেই আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত।।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                