1. nabadhara@gmail.com : Nabadhara : Nabadhara ADMIN
  2. bayzidnews@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  3. bayzid.bd255@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  4. mehadi.news@gmail.com : MEHADI HASAN : MEHADI HASAN
  5. jmitsolution24@gmail.com : support :
  6. mejbasupto@gmail.com : Mejba Rahman : Mejba Rahman
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন

অগ্নি সংযোগের পর মাশরাফির বাড়ির ভেতরে দৃশ্য

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
  • প্রকাশিতঃ বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৫১ জন নিউজটি পড়েছেন।

নড়াইল প্রতিনিধি 

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার নড়াইল শহরের মহিষখোলা এলাকার দোতলা ভবনের বাড়িটির ভেতরে আর তেমন কিছুই নেই। সে দিন বাড়িটি তে অগ্নিসংযোগের পর চলছিল ব্যাপক লুটপাট।

 

বুধবার (৭আগস্ট) দুপুরে নড়াইল শহরের মহিষখোলা এলাকায় মাশরাফি বিন মোর্ত্তজার দোতলা ভবনের বাড়িটির ভেতরে ঘুরে এমনই চিত্র দেখা গেছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ত্যাগের সংবাদে সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত জনতা মিছিল নিয়ে নড়াইল শহরে বিজয় উল্লাস করতে আসে। এসময় বিক্ষুদ্ধ জনতা মাশরাফি বিন মোর্ত্তজার বাড়ির দোতলায় আগুন ধরিয়ে দেয়।

 

মহিষখোলা এলাকার মাশরাফির বাড়ির পাশে এক প্রতিবেশী মহিলা নাম প্রকাশ না করার শর্তে বলেন,প্রথমে কিছু লোকজন মাশরাফির বাড়িতে ঢুকে যে যার মত জিনিসপত্র লুটপাট করতে থাকে। আমরা তাদের বাধা দিতে গেলে ধমক দিয়ে বের করে দেন। পরে তারা সহ অর্ধশতাধিক লোকজন এসে মাশরাফির বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

 

নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সাথে দুপুরে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, কোনো ধরনের সহিংসতা না করার জন্য সকলকে আহ্বান জানান। সেনাবাহিনীর সাথে আমার বৈঠক হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে কাজ করবো ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved সর্বস্বত্বঃ দেশ হাসান
Design & Developed By : JM IT SOLUTION