শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
চিতলমারীতে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে ৭হাজার ১শ ৫০জন মানুষের ধারন ক্ষমতা সম্পূর্ণ ২২টি আশ্রয় কেন্দ্র, প্রস্তুত রযেছে ৭টি মেডেকেল টিম। এছাড়া পর্যপ্ত পরিমাণ শুকনো খাবার প্রস্তুত রয়েছে। খোলা রাখা হয়েছে স্কুল কলেজের ভবন সমুহ। যাহাতে মানুষ এসকল ভবনে ঝড়ের সময় দ্রুত আশ্রয় গ্রহণ করতে পারে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির এক বিশেষ সভায় এ তথ্য জানানো হয়।
সভায় ইউএনও মোঃ লিটন আলীর সভাপতিত্বে অন্যান্য দের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মামুন হাসান, উপজেলা প্রকৌশলী মোঃ জাকারিয়া, ভাইস চেয়ারম্যান এস, এম মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা স্বপনা, ওসি এ এইচ এম কামরুসুজ্জামান খান, প্রকপ্ল বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন অফিসের বিভাগীয় কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
নবধারা/বিএস

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                