গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে ছাত্রলীগ নেতাদের গ্রেফতারের দাবিতে ঝটিকা বিক্ষোভ সমাবেশ করেছে যুব অধিকার পরিষদ।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সারে ৭ টার দিকে যুব অধিকার গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্হিত ছিলেন যুব অধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি রেজা মাহমুদ, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক রুবেল আপন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহিন আলম, যুব অধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার আহবায়ক মো. সাগর প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ ছাত্রলীগের ১৫ বছরের সকল অপকর্ম তুলে ধরেন এবং দ্রুত সময়ের মধ্যে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি জানান ।