কচুয়া (বাগেরহাট) প্রতিনিধিঃ
কচুয়ায় ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কচুয়া থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত ৮ টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো: মনিরূল ইসলাম এর নেতৃত্বে এসআই মো: মোমরেজ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে নিজ বসত বাড়ির পুর্ব পার্শে গোয়াল ঘরের সামনে থেকে মো: আবুল কালাম (৪০) কে আটক করে।
পুলিশ জানায়, আবুল কালাম দীর্ঘদিন যাবত পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে গোপনে মাদক ব্যবসা করছিল, অবশেষে গতকাল রাতে মাদক (গাজা) বিক্রির সময় হাতে নাতেই গ্রেপ্তার হল।
আটকৃত মো: আবুল কালাম কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের মৃত হবিবুর রহমানের পুত্র। তার বিরুদ্ধে এসআই মো: মোমরেজ আলী বাদী হয়ে মাদকদ্রব্য আইনে কচুয়া থানায় মামলা করেন। মামলা নং-২, তারিখ – ০৯-০৬-২০২১ ইং ।
নবধারা/বিএস