Nabadhara
ঢাকাবুধবার , ২৮ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে কৃষি সচেতনতা বৃদ্ধি, উদ্যোক্তা ও স্থিতিশীলতার পথে অগ্রসর হওয়ার উদ্যোগ

জেলা প্রতিনিধি, পিরোজপুর
মে ২৮, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরে কৃষি, পুষ্টি, উদ্ভাবন ও স্থিতিশীলতার বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ কর্মশালা। পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘প্রোগ্রাম ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফর্মেশন অব নিউটেশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।

 

আজ বুধবার (২৮ মে) পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালার প্রধান অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার। সভাপতিত্ব করেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ। বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ, জেলা কৃষকদলের সভাপতি মো. নাছির আহমেদ বাচ্চু এবং কৃষক আসাদুজ্জান প্রমুখ।

 

কর্মশালায় কৃষি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং গ্রামীণ জনগণের স্থিতিশীলতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ে অর্জিত অভিজ্ঞতা ও বাস্তবমুখী চর্চা নিয়ে সবার সঙ্গে মতবিনিময় করেন। এই উদ্যোগে একসাথে মিলিত হন শতাধিক কৃষক ও কৃষাণী, যারা কৃষিকে এগিয়ে নিতে একটি নতুন দিগন্তের সন্ধানে রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।