1. nabadhara@gmail.com : Nabadhara : Nabadhara ADMIN
  2. bayzidnews@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  3. bayzid.bd255@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  4. mehadi.news@gmail.com : MEHADI HASAN : MEHADI HASAN
  5. jmitsolution24@gmail.com : support :
  6. mejbasupto@gmail.com : Mejba Rahman : Mejba Rahman
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

কচুয়ায় ঘর পাচ্ছেন আরও ১৭ ভুমিহীন-গৃহহীন পরিবারঃ ইউএনও

Reporter Name
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৭৬৪ জন নিউজটি পড়েছেন।

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধিঃ

মুজিববর্ষে বাগেরহাট জেলার কচুয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন আরও ১৭ জন ভুমিহীন-গৃহহীন অসহায় পরিবার। আগামী ২০ জুন ২০২১ রোজ রবিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধনের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সব অসহায় পরিবারের মঝে ঘরের চাবী ও জমির দলিল হস্তান্তর করা হবে। কচুয়া উপজেলার ২য় পর্যায়ের ১৭টি ঘরের মধ্যে বাধাল ইউনিয়নের রঘুদত্তকাঠি মৌজায়- ৯টি, রাড়িপাড়া ইউনিয়নের শিবপুর মৌজায়-৫টি ও কচুয়া ইউনিয়নের টেংরাখালী গ্রামে ২টি ঘর ও গিমটাকাঠী গ্রামে ১টি ঘর নির্মানের কাজ শেষ হয়েছে।এর আগে এই প্রকল্পের মাধ্যমে গত ২৩ জানুয়ারী উপজেলা প্রশাসনের পক্ষ হতে উপজেলার আরও ৩৬ ভুমিহীন- গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হয়েছে। এ নিয়ে উপজেলায় ৫৩ জন ভুমিহীন- গৃহহীন অসহায় পরিবার পাচ্ছেন প্রধান মন্ত্রীর উপহারের এই পাকা ঘর।

শুক্রবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এক প্রেস ব্রিপিং এ এসব তথ্য জানান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রপ্ত প্যানেল চেয়ারম্যান নাজমা সরোয়ার। উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল জানান, মুজিববর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রীর বিশেষ উপহোর হিসেবে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় থেকে প্রাপ্ত অর্থ থেকে এসব ভুমিহীন- গৃহহীন অসহায় পরিবারকে ঘর করে দেওয়া হচ্ছে। প্রতিটি ঘরের জন্য ১লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। প্রতিটি ঘরে রয়েছে ২টি রুম ১টি রান্নাঘর, ১টি টয়রেট ও বারান্দ। উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন প্রধান মন্ত্রীর ঘোষনা দেশে কোন ভুমিহীন-গৃহহীন পরিবার থাকবে না। পর্যায়ক্রমে উপজেলার সকল অসহায় ভুমিহীন–- গৃহহীন মানুষকে এই ঘর দেওয়া হবে।
প্রেস ব্রিপিং অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মেদ বলেন, মুজিববর্ষ উপলক্ষে গরীব,অসহায়,দুস্থ্য, ভুমিহীন, গৃহহীন ১৭টি পরিবার পাচ্ছেন প্রধান মন্ত্রীর উপহার সরুপ জমি ও পাকা ঘর। দীর্ঘদিন ধরে এসব পরিবার জমি ও ঘর বাড়ির অভাবে পরিবার পরিজন নিয়ে চরম মানবেতর জীবন যাপন করতো। এখন তারা নতুন ঘর ও জমি পেয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
প্রেস ব্রিপিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, সাধারন সম্পাদক কাজী সাঈদুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি তুষার রায় রনি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরম কচুয়া উপজেলা শাখার আহবায়ক মীর আওসাফুর রহমান মারূফ, সদস্য সচিব সুর্য চক্রবর্তী সহ কচুয়া প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরম কচুয়া উপজেলা শাখার সকল সদস্য উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved সর্বস্বত্বঃ দেশ হাসান
Design & Developed By : JM IT SOLUTION