কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাসের চাপায় ইছহাক মোল্লা (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার (২১ জুন) সকাল ১০ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইছহাক মোল্লার বাড়ি উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামে। তিনি বয়স্ক ভাতার টাকা উত্তোলনের জন্য ঘোনাপাড়া কৃষি ব্যাংকের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভাটিয়াপাড়া ফাঁড়ির পরিদর্শক আবু নাঈম জানান, রাস্তা পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ইছহাক মোল্লা। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে ভাটিয়াপাড়া থেকে মাইক্রোবাসটি আটক করে পুলিশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

