নবধারা প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আজ বুধবার সকালে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এসময় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন তাজ, সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ মোল্লা, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ কর্মী সাঈদ আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
নবধারা/বিএস