Nabadhara
ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র আশুরা উপলক্ষে রবিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
জুলাই ৫, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল

পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটির কারণে আগামী রবিবার (৬ জুলাই) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে এই সময় পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। তিনি বলেন, “রোববার সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে সোমবার (৭ জুলাই) সকাল থেকে আবারও সব কার্যক্রম চালু হবে।”

 

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সী জানান, “আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে পারাপার করতে পারবেন।”

 

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার বলেন, “বন্দরে অবস্থানরত ভারতীয় খালি ট্রাকগুলো রোববার দেশে ফিরে যেতে পারবে। সোমবার সকাল থেকে আবার স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।”

 

প্রতিদিন বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে গড়ে ৪০০-৪৫০টি ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়, আর বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয় ১৫০-২০০ ট্রাক পণ্য। দেশের স্থলবন্দরগুলোর মধ্যে আমদানি পণ্যের প্রায় ৭০ শতাংশই বেনাপোল বন্দরের মাধ্যমে আসে। এ বন্দর দিয়ে বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকার বাণিজ্য হয়ে থাকে, যার মাধ্যমে সরকার বছরে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা রাজস্ব পায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।