Nabadhara
ঢাকারবিবার , ৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এম এ ফয়সাল, সাতক্ষীরা
জুলাই ৬, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সাল, সাতক্ষীরা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৫/১১৫৯) এর ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ, ৬ জুলাই রবিবার সকাল সাড়ে ১০টায় ভোমরা স্থলবন্দর চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।

শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনারুল ইসলাম গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আলিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ, ভোমরা সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক আবু মুছা, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তুফান দুলাল মোন্ডল, এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল গফফর।

এছাড়াও, ভোমরা স্থলবন্দর মালিক সমিতি ৮৭-এর সভাপতি মো. রেজাউল ইসলাম এবং ভোমরা স্থলবন্দর মালিক সমিতি ৮৬-এর সভাপতি লুৎফর রহমান মন্টু প্রমুখ এই সভায় বক্তব্য রাখেন।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা মো. লুৎফর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।