Nabadhara
ঢাকাসোমবার , ৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পলাশবাড়ীতে আঞ্চলিক শ্রম কল্যাণ উপ-কমিটি বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি
জুলাই ৭, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক পরিষদের (রেজি. নম্বর-০৩৪) অন্তর্ভুক্ত পলাশবাড়ীর কাশিয়াবাড়ী আঞ্চলিক শ্রম কল্যাণ উপ-কমিটি বাতিলের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৭ জুলাই) দুপুর ১টায় বাংলাদেশ প্রেস ক্লাব পলাশবাড়ী উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপ-কমিটির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

 

লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২২ সালে কাশিয়াবাড়ী আঞ্চলিক শ্রম কল্যাণ উপ-কমিটি গঠনের জন্য ২৬ জন শ্রমিককে সদস্য করা হয় এবং সদস্য ফরম ও কার্ড বাবদ প্রত্যেকের নিকট থেকে মোট ৩,২০০ টাকা করে আদায় করা হয়। পরবর্তীতে কমিটি গঠনের সময় অতিরিক্ত ৭ হাজার টাকা করে আদায় করে সংগঠনের প্রধান কার্যালয়, যার মোট পরিমাণ ১ লাখ ৮২ হাজার টাকা।

 

তিনি অভিযোগ করে বলেন, কোনো ধরনের নোটিশ ছাড়াই সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘন করে গোপনে ৮১ জন অশ্রমিককে সদস্য করে কার্ড প্রদান করা হয় এবং বৈধ উপ-কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে ওই ৮১ জনকে নিয়ে গঠিত হয় একটি নতুন আহ্বায়ক কমিটি।

 

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, নতুন অবৈধ কমিটি বর্তমানে এলাকায় চাঁদাবাজিতে লিপ্ত এবং সাধারণ শ্রমিকদের হুমকি-ধামকি দিচ্ছে। এ পরিস্থিতিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বৈধ উপ-কমিটির নেতারা।

 

সংবাদ সম্মেলনে উপ-কমিটির সভাপতি মো. শামছুল হক, সহ-সভাপতি ইয়াছিন আলী, কোষাধ্যক্ষ হাসিনুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নেতৃবৃন্দ দাবি করেন, অশ্রমিকদের দ্বারা গঠিত অবৈধ কমিটির কার্যক্রম বন্ধ করে পূর্বের বৈধ কমিটিকে পুনর্বহাল করতে হবে এবং সংগঠনের নামে জোরপূর্বক চাঁদা আদায় বন্ধ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।