Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে পাগলা কুকুরের কা/মড়ে শিশুসহ আ’হত ১০

নিজস্ব প্রতিবেদক, নড়াইল 
জুলাই ১০, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, নড়াইল 

নড়াইলে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর থেকে বিকাল পর্যন্ত নড়াইলের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে সীমান্তবর্তী গঙ্গারামপুর গ্রামে কুকুরের কামড়ে আহত হন ইমরান হাসান (৪০), তানভির রহমান (৮) ও সামিউল ইসলাম (৮)। পরে নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকায় আরও সাতজন কুকুরের আক্রমণের শিকার হন। তারা হলেন—আবু রায়হান (৫), লাইজু বেগম (২২), জেলেখা বেগম (৫০), ইমন মোল্যা (১৬), চঞ্চল মোল্যা (৩২), রাবেয়া হাসান (৫) এবং রেশমা বেগম (৪০)।

 

নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুপ্রীতি নন্দী লক্ষ্মী জানান, দুপুর থেকে বিকালের মধ্যে পাগলা কুকুরের কামড়ে আহত একাধিক রোগী চিকিৎসা নিয়েছেন।

 

স্থানীয়দের দাবি, এলাকায় বেওয়ারিশ কুকুরের উৎপাত বেড়ে গেছে। তারা দ্রুত এসব কুকুর ধরে ফেলার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।