Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কবি নজরুল কলেজে চার দফা দাবিতে স্মারকলিপি প্রদান শিক্ষার্থীদের

কাবা কাকলি,কবি নজরুল কলেজ প্রতিনিধি 
জুলাই ১০, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কাবা কাকলি,কবি নজরুল কলেজ প্রতিনিধি 

ঢাকার কবি নজরুল সরকারি কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থার নানান অসংগতি ও দীর্ঘসূত্রতা দূর করার দাবিতে কলেজ অধ্যক্ষ বরাবর চার দফা দাবিনামা সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেছেন।

 

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর দেড়টার দিকে কলেজ চত্বরে একদল শিক্ষার্থী এই স্মারকলিপি অধ্যক্ষের কাছে হস্তান্তর করে। তারা বলেন, বর্তমানে সাত কলেজের অধিভুক্ত ব্যবস্থায় বিভিন্ন সমস্যা ও অনিশ্চয়তা শিক্ষার্থীদের মানসিকভাবে চাপে ফেলেছে এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনকে প্রশ্নবিদ্ধ করছে।

 

স্মারকলিপিতে শিক্ষার্থীরা চারটি মূল দাবি তুলে ধরেন:

 

১. ইয়ার ফাইনাল পরীক্ষা অবশ্যই নিজ নিজ কলেজ ক্যাম্পাসে নেওয়া।

২. প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়নের দায়িত্ব বিভাগীয় শিক্ষকদের উপর ন্যস্ত করা।

৩. পরীক্ষা শেষের দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশ নিশ্চিত করা।

৪. নন-প্রমোটেড শিক্ষার্থীদের জন্য রিটেক পরীক্ষার ব্যবস্থা করা।

 

শিক্ষার্থীরা আরও বলেন, এসব দাবির বাস্তবায়ন শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা, শৃঙ্খলা এবং গতি ফিরিয়ে আনবে। তারা আশা প্রকাশ করেন, সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক এবং কলেজ প্রশাসন শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো আমলে নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন।

 

স্মারকলিপি প্রদানকারী এক শিক্ষার্থী  মোছা. কাবা কাকলি বলেন, “আমরা চাই একটি বাস্তবসম্মত, মানসম্মত ও নির্ভরযোগ্য শিক্ষাব্যবস্থা, যেখানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় না পড়ে।”

 

উল্লেখ্য, সাত কলেজ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকলেও শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আলাদা প্রশাসনিক কাঠামোর দাবি জানিয়ে আসছেন। এই প্রেক্ষাপটেই তাদের চার দফা দাবির স্মারকলিপি নতুন করে আলোচনায় এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।