Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির মাসিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আর.কে. বাপ্পা, দেবহাটা প্রতিনিধি
জুলাই ১০, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আর.কে. বাপ্পা, দেবহাটা প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা জাতীয় পুষ্টি কমিটির মাসিক সভা ও সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের “রাইট টু গ্রো” প্রকল্পের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। সঞ্চালনায় ছিলেন ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার আবিদা সুলতানা।

 

সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শপিকুল ইসলাম, ডা. এমএএইচ মঈনুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং সাংবাদিক নেতৃবৃন্দ।

 

সভায় জানানো হয়, সরকারিভাবে ২২টি দপ্তরের সমন্বয়ে গঠিত পুষ্টি কমিটির মাধ্যমে উপজেলার সকল মানুষের জন্য পুষ্টি নিশ্চিতে কাজ করা হচ্ছে। বক্তারা বলেন, খাদ্য উৎপাদন, নিরাপদ খাদ্য গ্রহণ, শিশুদের সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং পরোক্ষ ও প্রত্যক্ষভাবে পুষ্টি বিষয়ে জনসচেতনতা তৈরি করতে হবে।

 

এছাড়া উপজেলার ৫টি ইউনিয়নে চলমান পুষ্টি কার্যক্রমের জন্য বাজেটে বরাদ্দ রাখায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়। একইসাথে এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহ্বান জানানো হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাব ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ, ওয়ার্ল্ড ভিশনের মনিটরিং ও মাঠপর্যায়ের কর্মকর্তারা এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।