জেলা প্রতিনিধি, পিরোজপুর
রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং সারাদেশে অবনতিশীল আইন-শৃঙ্খলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাবের সামনে গিয়ে শেষ হয় এই মিছিল।
বিক্ষোভে পিরোজপুরের সাধারণ ছাত্র-জনতা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা স্লোগানের মাধ্যমে সোহাগ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের আহ্বান জানান।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা তাহমীদ আল নাসীব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী আফরোজা তুলি ও জাতীয় নাগরিক পার্টির যুব শক্তির নেতা একেএম জাবিদ হাসান। বক্তারা বলেন, “দেশজুড়ে খুন, ধর্ষণ, ছিনতাইসহ নানা অপরাধের বেড়ে যাওয়া সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলেছে। আমরা এই পরিস্থিতির দ্রুত অবসান চাই।”
পরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, “দেশের প্রতিটি নাগরিক আজ আতঙ্কের মধ্যে বসবাস করছে। অবিলম্বে সোহাগ হত্যার বিচার এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
উল্লেখ্য, গত ৯ জুলাই রাজধানীর মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে পাথর দিয়ে আঘাত করে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) হত্যা করা হয়। এই ঘটনার প্রতিবাদেই পিরোজপুরে এই কর্মসূচি পালিত হয়।

