বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় চেক প্রতারণা মামলায় পাভেল হোসেন (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভুতের দিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পাভেল হোসেন ওই গ্রামের মো. সুলতান হাওলাদারের পুত্র।
বাবুগঞ্জ থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে জসিম উদ্দিন হাওলাদার নামের এক ব্যক্তির দায়ের করা চেক প্রতারণা মামলায় আদালতের পরোয়ানা জারি ছিল। সেই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, পাভেল হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন জনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে আত্মগোপনে ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।”