বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।
সম্মেলনে সভাপতিত্ব করেন কেদারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ কামাল হোসেন হাওলাদার এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোঃ মোস্তফা দুয়ারী। এতে কেদারপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকের সরাসরি ভোটে আগামী তিন বছরের জন্য ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হন মোঃ কামাল হোসেন হাওলাদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ মোস্তফা দুয়ারী।
সম্মেলনে বাবুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান।