যবিপ্রবি প্রতিনিধি,রায়হান আহমদ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ৯ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক সংগঠন ‘জুলাই বিপ্লব মঞ্চ’।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ২টায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদের নিকট সংগঠনটির প্রতিনিধিরা এ স্মারকলিপি হস্তান্তর করেন। স্মারকলিপির মধ্য দিয়ে ‘জুলাই বিপ্লব মঞ্চ’ আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করে।
স্মারকলিপিতে উল্লেখিত ৯ দফা দাবির মধ্যে ছিল—
- ২০২৪ সালের জুলাই মাসে শিক্ষার্থীদের ওপর যারা নির্যাতন চালিয়েছে এবং যেসব শিক্ষক-কর্মকর্তা বা কর্মচারী এ নিপীড়নে উস্কানি বা সমর্থন দিয়েছেন, তাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা
- আহত ও নিহত শিক্ষার্থীদের স্মৃতিরক্ষার্থে ক্যাম্পাসে ‘জুলাই কর্ণার’ স্থাপন
- ক্যাম্পাস সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ
- অভ্যন্তরীণ রাস্তাগুলোর টেকসই মেরামত
- একাডেমিক মানোন্নয়ন, সেমিস্টার ফাইনালে ইমপ্রুভমেন্ট পরীক্ষা চালু এবং ২০২২-২৩ সেশনের রিটেক সমস্যার দ্রুত সমাধান
- জিরো টলারেন্স নীতিতে নিপীড়নবিরোধী হটলাইন চালু
- ২৪ ঘণ্টা মেডিকেল সেবা নিশ্চিত
- “ফুড সার্চ টিম” গঠনসহ হল ও ক্যাফেটেরিয়ার খাবারের মান উন্নয়ন
- স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নিচতলায় দ্রুত ক্যাফেটেরিয়া চালু
- অতীতে অনিয়ম বা দুর্নীতিপূর্ণ নিয়োগ ও অবৈধ প্রমোশনগুলোর তদন্ত করে বাতিল এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ
- ছাত্র সংসদ প্রতিষ্ঠা ও প্রশাসনিক স্বচ্ছতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ
স্মারকলিপি প্রদানকালে ‘জুলাই বিপ্লব মঞ্চ’-এর নেতৃবৃন্দ বলেন, “শিক্ষার্থী নিপীড়নের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক, মানবিক ও শিক্ষাবান্ধব বিশ্ববিদ্যালয় গড়াই আমাদের মূল লক্ষ্য। এসব দাবির বাস্তবায়ন ছাত্র অধিকার ও অংশগ্রহণমূলক প্রশাসনের পথ সুগম করবে।”
উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ স্মারকলিপি গ্রহণ করে সংগঠনটির প্রতিনিধিদের ধন্যবাদ জানান এবং আশ্বাস দেন যে, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বিবেচনা করে যথাসম্ভব দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা নেওয়া হবে।”