নবধারা প্রতিনিধি:
সরকার ঘোষিত ৭দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল থেকে। সকাল থেকেই টুঙ্গিপাড়ার হাট-বাজারে দোকানপাট বন্ধ রয়েছে, জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া লোকের সংখ্যাও কম। তবে সকাল থেকেই সারাদিনই ভারী বর্ষণ হওয়ায় মানুষ ঘর থেকে ও বের হতে পারে নাই। মুলত লক ডাউনের চেয়ে রেইন ডাউন পালিত হয়েছে।
এদিকে আইন শৃংঙ্খলাবাহীনির সদস্যরা মোড়ে মোড়ে জিজ্ঞাসাবাদ করছে উপযুক্ত কারণ ছাড়া ফিরিয়ে দেয়া হচ্ছে বাইরে বের হওয়া ব্যক্তিদের। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাইন বাস্তবায়নে মাঠে রয়েছে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট,পুলিশ, সেনাবাহীনিসহ অন্যান্য বাহিনীর সদস্যরা লকডাউন বাস্তবায়ন করতে মাঠে রয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।