Nabadhara
ঢাকাশুক্রবার , ২ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে সর্বত্র চলছে কঠোর লকডাউন

MEHADI HASAN
জুলাই ২, ২০২১ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্কঃ

লকডাউনের দ্বিতীয় দিনে (২ জুলাই) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সর্বত্র চলছে কঠোর লকডাউন। উপজেলার বিভিন্ন হাট-বাজারে কঠোর লকডাউনের বিধিনিষেধ নিশ্চিত করতে প্রাকৃতিক দুযোর্গের মধ্যেও মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ নেতৃত্বে চলছে প্রশাসনের অভিযান।

এসময় বিধি নিষেধ অমান্যকারী কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করেন এবং ক্ষুদ্র দরিদ্র ব্যবসায়ীদের মাঝে ত্রাণ বিতরন করেছেন । এসময়ে  মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি আসমত হোসেন ভুইয়া, গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রট ও ভুমি অধিগ্রহন অফিসার মোহাম্মদ ইউসুফ, সেনা বাহিনীর ওয়ারন্ট অফিসার মোহাম্মদ আজমসহ সংগীয় সেনাসদস্য ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

অপরদিকে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়ার নেতেৃত্বে মুকসুদপুর উপজেলার ২১ হাটবাজারে ১৯টি বিট অফিসের নেতেৃত্বে পুলিশ, কমিনিউটি পুলিশ এবং গ্রাম পুলিশের সমন্বয়ে কঠোর লকডাউনের বিধিনিষেধ নিশ্চিত করতে প্রচার করেন।

কঠোরভাবে লকডাউন পালন করার জন্য সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন বাজারে কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা রাখার জন্য স্থানীয় প্রশাসনের তরফ থেকে সময় সীমা নিধারন করে দেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।