নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জ সদর উপজেলার পশ্চিম শুকতাইল থেকে রোকেয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পশ্চিম শুকতাইল গ্রামের এক ডোবা থেকে আজ (৫জুলাই) সোমবার সকাল সোয়া নয়টার দিকে ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। রোকেয়া বেগম সদর উপজেলার পশ্চিম শুকতাইল গ্রামের মৃত বাবন সরদারের মেয়ে।
গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোঃ লিয়াকত জানান, নিহত রোকেয়া বেগম বেশ কিছুদিন ধরে মানষিক ভারসম্যহীনতায় ভুগছিলেন। তিনি বাড়িতে একা থেকে লাঠি ভর করে ভিক্ষা করতেন। তিনি গতকাল কোন এক সময় রাস্তা দিয়ে হাটার সময় রাস্তার পাশে ডোবায় পড়ে গিয়ে আর উঠতে না পারায় সেখানে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা আজ সোমবার সকালে তার মৃত দেহ ডোবায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।