Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় দুই জুলাই শহীদের স্মরণে প্রশাসনের পুষ্পমাল্য অর্পণ

মামুন মোল্লা, চুয়াডাঙ্গা 
আগস্ট ৫, ২০২৫ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

মামুন মোল্লা, চুয়াডাঙ্গা 

চুয়াডাঙ্গায় জুলাই গণআন্দোলনে শহিদ হওয়া দুই ছাত্রনেতার স্মরণে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁদের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

 

আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামে শহিদ মো. শাহারিয়া শুভ এবং আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে শহিদ মো. মাসুদ রানার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।

 

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ, শহিদ পরিবারের সদস্য, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ছাত্র-জনতার গণআন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে শাহারিয়া শুভ ও মাসুদ রানা শহিদ হন। তাঁদের আত্মত্যাগ স্মরণে প্রতিবছরই স্থানীয়ভাবে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।