শফিকুল ইসলাম সাফা চিতলমারী :
করোনা সংক্রমমণের উর্ধ্বগতি ঠেকাতে সরকার ঘোষিত সপ্তহব্যাপী কঠোর লকডাউনের ষষ্ঠ দিন চলছে। কঠোর বিধি নিষেধ বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসন মাঠে কঠোর অবস্থানে রয়েছেন। উপজেলার বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছেন সেনা বাহিনী বিজিবি ও পুলিশ সদস্যরা।
সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসন সদরের বিভিন্ন পয়েন্টে ও সড়কে ব্যারিকেড এবং চেকপোস্ট বসান। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) ও জান্নাতুল আফরোজ স্বর্ণা উপজেলা মোড়সহ আশেপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ টি মামলায় ৪ হাজার ৬ শ’ টাকা জরিমানা আদায় করেন।
ইউএনও মো: লিটন আলী নবধারা কে জানান, লকডাউনের বিধিনিষেধ অমান্য করে বিনা কারনে রাস্তায় বের হওয়ায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এসময় ১২টি মামলায় ৪হাজার ৬শ’ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।এবং কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।