উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
বরিশালের উজিরপুর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও কালিহাতা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আবু তালেব (৪৮) নিহত হয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবু তালেব মোটরসাইকেলযোগে জুমার নামাজের উদ্দেশ্যে নিজ বাড়ি মোড়াকাঠী থেকে কর্মস্থল কালিহাতা এলাকার এক মসজিদে যাচ্ছিলেন। পথিমধ্যে বামরাইল এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আবু তালেব সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাতক মাইক্রোবাসটিকে স্থানীয়রা আটক করেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ বিষয়ে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, “দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক ও জামায়াত নেতা আবু তালেবের মৃত্যু হয়েছে, বিষয়টি নিশ্চিত করা হয়েছে।”
নিহত আবু তালেব উজিরপুর উপজেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদের সদস্য এবং কালিহাতা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।