Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভোলা জেলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ

ভোলা প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৫ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

ভোলা প্রতিনিধি

ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার পরিবর্তে চলছে রমরমা মেডিকেল সার্টিফিকেট বাণিজ্য। অভিযোগ রয়েছে, হাসপাতালের ক্যাশিয়ার জসিম মৃধা বিভিন্ন ভুয়া কৌশলে রোগীদের কাছ থেকে অর্থ নিয়ে মেডিকেল সার্টিফিকেট প্রদান করছেন। এতে দরিদ্র ও অসহায় রোগীরা ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

বদরপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের হাফিজ বেপারীর ছেলে আব্দুল গনি ব্যাপারি অভিযোগ করেন, তিনি প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু ইনজুরির সঠিক বিবরণ না দিয়ে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। পরে ক্যাশিয়ার জসিম মৃধার সঙ্গে কথা হলে তিনি ৬ হাজার টাকা নিয়ে সার্টিফিকেট পরিবর্তনের কথা বলেন।

হাসপাতালের একাধিক কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করতে চাইলে জানান, জসিম মৃধা টাকা ছাড়া কিছু বুঝেন না এবং নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না। তার মূল কাজ এখন মেডিকেল সার্টিফিকেট বাণিজ্য। রাজনৈতিক প্রভাব থাকায় তার বিরুদ্ধে অভিযোগ করতেও কর্মচারীরা দ্বিধায় রয়েছেন।

এই ব্যাপারে কথা হয় বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল এর সাথে তিনি বলেন, যার বিরুদ্ধে অভিযোগ তার অভিযোগটি আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন তদন্ত করে দেখব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।