কচুয়া (বাগেরহাট) প্রতিনিধিঃ
প্রানঘাতী করোনা (কোভিট-১৯) সংক্রামন বেড়ে যাওয়ায় কচুয়ায় চলছে লকডাউনের ১০ম দিন, আজ নতুন করোনা পজেটিভ রোগী পাওয়া যায় আরও ০৬ জন। বর্তমান মোট চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ১৮ জন। মোট সুস্থ্য রোগী -১১৬ জন।
১০ জুলাই গত ২৪ ঘন্টায় করোনা (কোভিট-১৯) এর ১৮ জনের নমুনা নিয়ে রেপিড এন্টিজেন্টস টেস্ট করে নতুন আরও ৬ জন করোনা পজেটিভ রোগী পাওয়া যায় ।
এ নিয়ে কচুয়ায় চিকিৎসাধীন করোনা আক্রান্ত (পজেটিভ) রোগীর সংখ্যা দাড়াল ২৫ জন। কচুয়া হাসপাতাল মোট করোনা টেস্টের জন্য ৭০৩ টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ রোগী পাওয়া যায় ১৩৪ জন।