মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে কর্মহীন অসহায় মানুষের মাঝে ঈদ উপহার দিয়েছে সেবামূলক সংগঠন ‘উজালা ফাউন্ডেশন’। শুক্রবার (১৬ জুলাই) বিকেলে নড়াইল কালেক্টরেট স্কুল মিলনায়তনে ঈদ উপহার প্রদান করা হয়। নড়াইল সদর ও লোহাগড়া উপজেলার ৬০টি অসহায় পরিবারকে ঈদ উপহার দেয়া হয়।
এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উজির আলী, উপদেষ্টা আবুল হোসেন ও মিজানুর রহমান, যুগ্মমহাসচিব ফিরোজ মিনা, সদস্য জুয়েল শেখ, রিয়াজ শেখ, সোহাগ ফকিরসহ অনেকে উপস্থিত ছিলেন।
উজালা ফাউন্ডেশনের চেয়ারম্যান উজির আলী নবধারা কে বলেন, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সেবামূলক সংগঠন হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। করোনা সংকটে গণমানুষের পাশে থাকার চেষ্টা করছি। উজালা ফাউন্ডেশন ‘মাটি ও মানুষের’ সংগঠন। ফাউন্ডেশনটি ২০২১ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত।