Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান চানকে ঘিরে বিতর্ক

পিরোজপুর প্রতিনিধি 
সেপ্টেম্বর ৫, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি 

সদ্য বিলুপ্ত পিরোজপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য সরদার কামরুজ্জামান চানকে ঘিরে দলে ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। তিনি বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক পদে দায়িত্বে থাকার সময় ২০২১ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে পিরোজপুর সদর উপজেলার ১নং শিকদার মল্লিক ইউনিয়নে আওয়ামী লীগ হয়ে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

 

অভিযোগ রয়েছে, তার ভগ্নীপতি শিকদার মল্লিক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে মিলে তিনি বিএনপি নেতাকর্মীদের হুমকি-নির্যাতনের মাধ্যমে কোণঠাসা করে রেখেছিলেন। শিকদার মল্লিক ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিদ্দিক ব্যাপারি বলেন, “চাঁন চেয়ারম্যান ও তার শ্যালক সরোয়ার হাওলাদারের ভয়ে আমাকে দীর্ঘদিন এলাকা ছেড়ে খুলনায় থাকতে হয়েছে।”

 

স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শহিদুল সরদার অভিযোগ করেন, গত ২ সেপ্টেম্বর সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায়ও কামরুজ্জামান চান ভূমিকা রেখেছিলেন।

 

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) এলিজা জামান বলেন, “কামরুজ্জামান চানকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি শৃঙ্খলাভঙ্গ করে নির্বাচন করেছেন। দলীয়ভাবে এখনও তার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।”

 

তবে কামরুজ্জামান চানের বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।