Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বাসের ধা/ক্কায় মোটরসাইকেল দু/র্ঘটনা

পটুয়াখালী,প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালী,প্রতিনিধি

ঢাকা – কুঅকাটা মহাসড়কে পিছন থেকে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল ছিটকে সড়কে পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ জন নিহত হয়েছে। ৫ জন আহত হয়েছে । আহত হৃদয় নামে একজনকে আশংকাজনক অবস্থঅয় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী সদর উপজেলাধীন, আউলিয়াপুর ইউনিয়নের ইপিজেড গেট সংলগ্ন কালভার্টের উত্তর পাশে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত দুইজন হলেন, জেলার গলাচিপার বড়গাবুয়া গ্রামের মো, জালাল মৃধার ছেলে মোটরসাইকেল চালক মোঃ শামীম(৩৫) ও গলাচিপার গোলখালী গ্রামের আ, মালেক মোল্লার ছেলে মোটরসাইকেল আরোহী আনোয়ার মোল্লা (৪৫) । নিহত,আহত তিনজন মোটরসাইকেলে গলাচিপা থেকে পটুয়াখালী আসছিল বলে জানা গেছে।

 

স্থানীয়রা জানায়, একটি মোটরসাইকেলে তিনজন মহাসড়ক দিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিল। দুপুর আনুমানিক দেড়টার দিকে কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মেঘনা পরিবহন (ঢাকা মেট্রো-হ ১৪-৮২৫৫) একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ আরোহীরা সড়কে ছিটকে পড়ে। তাদের উদ্ধারে স্থানীয়রা ছুটে আসে এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আনোয়ার মোল্লা মারা যায়। আশংকাজনক অবস্থায় চালক মো. শামীন ও হৃদয়কে উদ্ধার করে পটুয়াখালী এবং তাৎক্ষনিক বরিশালের উদ্দেশ্যে নেওয়ার পথে পটুয়াখালীর চৌরাস্ত এলাকায় আরোহী আনোয়ার মোল্লা মারা যায়।

 

আশংকাজনক অবস্থায় হৃদয়কে বরিশাল পাঠানো হয়েছে। এসময় বাসেরও ৫/৭ জন যাত্রী আহত হয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ দুঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক বাসটি আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।