বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের স্বামী পরিত্যক্তা ও অসহায় নারী শাহিনুর বেগমের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফারুক আহমেদ। দীর্ঘদিন ধরে অর্ধাহারে-অনাহারে জীবনযাপন করা এই নারী তার মানসিক ভারসাম্যহীন একমাত্র ছেলেকে নিয়ে মানবেতর দিন কাটাচ্ছিলেন।
জানা গেছে, পঞ্চাশোর্ধ্ব শাহিনুর বেগমের একমাত্র সন্তান মোঃ রাহাত হাওলাদার (১২) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় পড়ে রয়েছেন। তার প্রতিনিয়ত চিকিৎসা, ওষুধ ও যত্নের প্রয়োজন হলেও মায়ের কোনো আয়ের উৎস না থাকায় তা সম্ভব হচ্ছিল না। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ শাহিনুর বেগমকে নিজ কার্যালয়ে ডেকে আনেন। সেখানে তিনি তার জীবনসংগ্রামের কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
ইউএনও বলেন, আমরা চেষ্টা করছি সরকারের সব সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় এমন অসহায় মানুষদের অন্তর্ভুক্ত করতে। শাহিনুর বেগমের অসহায়ত্বের কথা বিষয়টি হৃদয় ছুঁয়ে গেছে। যতটুকু সম্ভব আমরা পাশে থাকব।
স্থানীয়রা ইউএনও’র এই মানবিক উদ্যোগকে অভিনন্দন ও প্রশংসা জানিয়েছেন এবং বলেন, এ ধরনের সহানুভূতিশীল প্রশাসন থাকলে সমাজের পিছিয়ে পড়া মানুষেরা কিছুটা হলেও আশার আলো দেখতে পায়।
এ অর্থ সহায়তা প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি মোঃ আরিফ উদ্দিন আহমেদ মুন্না, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহাবুদ্দিন, বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল রহিম, সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোঃ আবু হানিফ প্রমূখ।