Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে প্রশাসনের দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও সেবার সমন্বয় সভা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে আগামী শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো নিরাপত্তা ও সেবাবিষয়ক সমন্বয় সভা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে রুমে আয়োজিত এ সভাটি পরিণত হয় এক সম্প্রীতির মিলনমেলায়—যেখানে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন, ও নাগরিক সমাজের প্রতিনিধিরা একত্রিত হন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। তিনি তার স্বাগত বক্তব্যে বলেন, “দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি আমাদের সকলের উৎসব। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে আমরা বদ্ধপরিকর। প্রতিটি পূজামণ্ডপে থাকবে নিরাপত্তা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং সিসিটিভির নজরদারি।”

সভায় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবুল কালাম আজাদ, পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সংকর কুমার শীল, সাধারণ সম্পাদক বাবু পঙ্কজ কুমার দাস, উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি নাসির উদ্দিন রোকন ডাকুয়া, ও আরও অনেকেই।
বিশেষভাবে দৃষ্টি কেড়েছে রাজনৈতিক দলের সক্রিয় অংশগ্রহণ। বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন, পূজায় সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে তারা প্রস্তুত। গঠিত হয়েছে স্বেচ্ছাসেবী টিম, যারা স্থানীয় পূজামণ্ডপে নিরাপত্তা রক্ষায় পাশে থাকবে।

সভায় বক্তারা বলেন, সকল ধর্ম ও মতের মানুষ একসঙ্গে মিলেমিশে কাজ করলেই একটি উৎসব হয়ে ওঠে সার্বজনীন। প্রশাসন, রাজনীতি, সমাজ ও জনগণের সম্মিলিত অংশগ্রহণেই দুর্গোৎসব হবে নিরাপদ, শান্তিপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ।

সভা শেষে এই বার্তাই উঠে আসে—
“ধর্ম যার যার উৎসব সবার ”
এবং এই চেতনায়ই গড়ে উঠছে বাকেরগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির দৃঢ় ভিত্তি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।