Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে ৭ কোটি টাকার সেতু ব্যবহারে অনুপযোগী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের দাসপাড়া গ্রামে সুখাইজুড়ি নদীর ওপর প্রায় ৭ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে নির্মিত দাসপাড়া সেতুটি এখনো জনসাধারণের কোনো কাজে আসছে না। সংযোগ সড়ক কাঁচা এবং ব্যবহারে অনুপযোগী থাকায় সেতুটি নির্মাণের দুই বছর পরও স্থানীয়রা কাঙ্ক্ষিত সুফল পাচ্ছেন না।

 

সরেজমিনে দেখা যায়, সেতুর উভয় পাশের প্রায় ২০০ মিটার সংযোগ সড়ক ইট বসিয়ে নির্মাণ করা হলেও বৃষ্টির পানিতে তা দেবে গিয়ে ভেঙে পড়ছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কে সৃষ্টি হয়েছে গর্ত ও জলাবদ্ধতা। এতে সেতুতে যাতায়াত তো দূরের কথা, হেঁটেও যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে।

 

স্থানীয় সাবেক ইউপি সদস্য আলীম উদ্দিন অভিযোগ করে বলেন, “এত টাকা খরচ হলেও কাজের মান খারাপ। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সংযোগ সড়ক দেবে গেছে।” দরিল্লা গ্রামের বাসিন্দা উসমান গনি মাস্টার (৭০) জানান, আগে শুকনো মৌসুমে বাঁশের সাঁকো ও বর্ষায় নৌকায় নদী পার হতো মানুষ। সেতু নির্মাণ হলেও কাঁচা রাস্তার কারণে সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি।

 

ইজিবাইক চালক রাজু মিয়া বলেন, “আগে রাস্তা পাকা করে তারপর সেতু নির্মাণ করা উচিত ছিল। এখন সেতু আছে, কিন্তু ব্যবহার করা যাচ্ছে না।”

 

ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুল গনি জানান, বৃষ্টির কারণে সংযোগ সড়ক দেবে গেছে, তবে শিগগিরই মেরামত করা হবে।

 

এ বিষয়ে নান্দাইল উপজেলা এলজিইডি’র প্রকৌশলী আব্দুল মালেক বিশ্বাস বলেন, “সেতুর সংযোগ সড়ক দেবে গেছে জেনে আমরা পরিদর্শন করেছি। ঠিকাদারকে দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কাঁচা সড়ক পাকা করার প্রস্তাবও পাঠানো হয়েছে।”

 

স্থানীয়রা বলছেন, যত দ্রুত সম্ভব সংযোগ সড়ক সংস্কার ও কাঁচা রাস্তা পাকা না করা হলে কোটি টাকার এই সেতু জনসাধারণের জন্য ‘অকার্যকর স্থাপনা’ হয়েই থেকে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।