বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাবুগঞ্জের চারপাশ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি হতে চান যুবদল নেতা সোহেল হাওলাদার। ইতোমধ্যেই বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী হিসেবে মোহাম্মদ সোহেল হাওলাদারের প্রতি ব্যাপক গণসমর্থন ও জনপ্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় যুবদল নেতাকর্মী এবং এলাকাবাসীর মধ্যে তার নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং পরবর্তীতে যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। বিগত সময়ে বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে সাহসী ও কার্যকর ভূমিকা রেখেছেন তিনি।
মোহাম্মদ সোহেল হাওলাদার জানান, আমি দলের একজন নিবেদিত কর্মী হিসেবে সবসময় দলের আদর্শ লালন করে রাজনীতি করেছি। আশা করি, উপজেলা যুবদল ও ওয়ার্ড নেতৃবৃন্দ আমার অতীত কর্মকাণ্ড ও দলের প্রতি অবদান বিবেচনা করে আমাকে সভাপতি নির্বাচিত করবেন।
এলাকার তরুণরা মনে করছেন, মোহাম্মদ সোহেল হাওলাদার সভাপতি নির্বাচিত হলে ওয়ার্ড যুবদল আরও শক্তিশালী ও সক্রিয় ভূমিকা পালন করবে।