গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব এবং গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র রায় দুলু’র স্মরণ গৌরনদীতে সভা অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহ্যবাহী টরকী বন্দর বনিক সমিতির আয়োজনে শনিবার সকালে সমিতির সম্মুখে টরকী বন্দর বনিক সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসানের সভাপতিত্বে স্মৃতি চারন করে বক্তব্য রাখেন বন্দরের বিশিস্ট ব্যবসায়ী ননী গোপাল রায়, বিমল কুন্ড, ভজন কুন্ড, প্রয়াত দুলাল চন্দ্র রায়ের সহোদর বিশ্বজিৎ রায়, টরকী বন্দর বনিক সমিতির সাধারন সম্পাদক বদিউজ্জামান চঞ্চল মাঝি, কোষাধ্যক্ষ অলিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দিদার শরীফ, টরকী বন্দর পূজা উদ্যাপন কমিটির সাধারন সম্পাদক সমীর সরকার, যুগ্ম সম্পাদক বিপুল ঘোষ সহ অন্যান্য সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ।
প্রসঙ্গ, গত মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর সকালে বরিশাল নগরীর ভাড়া বাসায় দুলাল চন্দ্র রায় দুলু হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।