সবিতা রায়, বিশেষ প্রতিনিধিঃ
আজ ১৩ জানুয়ারী রবীন্দ্রসংগীত শিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যার শুভ জন্মদিন। তিনি রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। বন্যার বাবা মাজহার উদ্দীন,মাতা ইসমত আরা। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের মা, স্বামী জি, এইচ চৌধুরী। ছোট বেলা থেকেই গানের প্রতি অনুরাগী ছিলেন তাইতো তিনি বাংলাদেশে ছায়ানট ও কলকাতায় বিশ্বভারতীতে গানের উপর শিক্ষাগ্রহণ করেছেন। কনিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে যারা গান শিখেছেন তাদের মধ্যে রেজোয়ানা চৌধুরী বন্যা প্রথম সারির।
বিশ্বভারতীতিতে সন্মানের সহিত শিক্ষগ্রহন করে নিজ দেশে ফিরে এসে সঙ্গীতের উপর অনেক কাজ করেন। বিশ শতকের শেষের দিকে প্রথিতযশা শিল্পী হিসেবে যারা আত্মপ্রকাশ করেছেন রেজোয়ানা চৌধুরী বন্যা তাদের মধ্যে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। “সুরের ধারা” তার নিজের সংগীত একাডেমী।
অনেক গুলো এ্যালবাম বের হয়েছে এই রবীন্দ্রকন্যার, যা তাকে গানের জগতে অমিয়সুধা দান করেছে। সুরের খেয়া,সকাল সাঝে,ভোরের আকাশে,লাগুক হাওয়া,মাটির ডাক,মোর দরদিয়া, সহ আরো অনেক রয়েছে। রেজোয়ানা চৌধুরী বন্যা গানের কতগুলো বই ও লিখেছেন,তার মধ্যে রবীন্দ্রনাথঃ গানের নানা দিক,গানের ভেলায় বেলা অবেলায়,নির্ধারিত রবীন্দ্রসংগীত স্বরলিপি, ছোটদের রবীন্দ্রসংগীত ইত্যাদি।
আমাদের সবার প্রিয় রেজোয়ানা চৌধুরী বন্যার সংগীত বাংলাদেশ, ভারত সহ বহির্বিশ্বেও দর্শক শ্রোতাদের মন জয় করেছে,তাইতো তিনি তার কাজের স্বীকৃতিস্বরূপ অনেক সন্মাননাপদকে ভূষিত হয়েছেন। তিনি ২০১৬ সালে স্বাধীনতা পুরষ্কার অর্জন করেন, ২০১৭ সালে কলকাতার নজরুল মঞ্চে তাঁকে ” বঙ্গভূষণ” পদক তুলে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। ২০২০ সালে তিনি ” আনন্দ সংগীত” পুরষ্কার পান। রেজোয়ানা চৌধুরী হারমোনিয়াম ছাড়াও এস্রাব বাজাতে পারেন এটা আমাদের অনেকেরই অজানা ছিল।
আজ শুভ জন্মদিনে প্রথিতযশা রবীন্দ্রসংগীত শিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যার প্রতি নবধারা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।