Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জুম্মার দিনে বিশেষ ৬টি আমল, অশেষ সওয়াবের সুযোগ

নবধারা ডেস্ক
অক্টোবর ১০, ২০২৫ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক

ইসলামে জুম্মার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। হাদীসে এসেছে—“জুম্মার দিনই দিনের সর্দার, এই দিনেই আদম (আ.) সৃষ্টি হয়েছিলেন।” (ইবন মাজাহ)। তাই মুসলমানদের জন্য এ দিনটি বিশেষ ফজিলতপূর্ণ ও বরকতময়।

জুম্মার দিনে কিছু বিশেষ আমল করলে অসীম সওয়াব ও রহমত লাভ করা যায়। নিচে উল্লেখ করা হলো জুম্মার দিনের ৬টি গুরুত্বপূর্ণ আমল

গোসল ও পরিষ্কার-পরিচ্ছন্নতা, জুম্মার নামাজের আগে গোসল করা, সুগন্ধি ব্যবহার ও পরিষ্কার পোশাক পরা সুন্নত। এতে নামাজে মনোযোগ ও পবিত্রতা বৃদ্ধি পায়।

সূরা কাহফ তিলাওয়াত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি জুম্মার দিনে সূরা কাহফ তিলাওয়াত করবে, তার জন্য এক জুম্মা থেকে পরের জুম্মা পর্যন্ত আলো ছড়িয়ে পড়বে।” (হাকেম)

দরুদ শরিফ পাঠ, জুম্মার দিনে বেশি করে নবীজীর (সা.) ওপর দরুদ পাঠ করলে সওয়াব বৃদ্ধি পায় এবং দোয়া কবুলের সম্ভাবনাও বাড়ে।

মসজিদে আগেভাগে গমন, জুম্মার নামাজে আগে গিয়ে বসা উত্তম আমল। যত আগে যাওয়া যায়, তত বেশি সওয়াব পাওয়া যায় বলে হাদীসে উল্লেখ রয়েছে।

খুতবা মনোযোগ দিয়ে শোনা, ইমাম যখন খুতবা দেন, তখন চুপচাপ মনোযোগ দিয়ে শোনা ফরজ আমল। কেউ কথা বললে বা নড়াচড়া করলে জুম্মার নামাজের ফজিলত নষ্ট হতে পারে।

বিশেষ দোয়া করা, জুম্মার দিনে এক বিশেষ সময় আছে, যখন দোয়া কবুল হয়। আসর ও মাগরিবের মাঝামাঝি সময়ে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি।

এসব আমল পালন করলে আল্লাহর সন্তুষ্টি ও রহমত লাভ করা যায় এবং জীবনে বরকত নেমে আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।