Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সরাইলে তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার প্রদর্শনীর আয়োজন করলেন আহসান উদ্দিন খান শিপন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারের প্রথম পর্বের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাতে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের একটি মাঠে এ আয়োজন করেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী আহসান উদ্দিন খান শিপন।

প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় এই ভিডিও সাক্ষাৎকার উপভোগ করেন স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী। অনুষ্ঠানটি ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আয়োজক আহসান উদ্দিন খান শিপন বলেন, “তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রদর্শনের মাধ্যমে আমরা সাধারণ মানুষের মাঝে দলের বক্তব্য ও অবস্থান তুলে ধরেছি। ভবিষ্যতেও বিএনপির বিভিন্ন কর্মসূচি এভাবেই জনসম্মুখে তুলে ধরা হবে। আমি বিশ্বাস করি, দলের প্রতি আমার দায়বদ্ধতা ও অবদানের ভিত্তিতে বিএনপি আমাকে মনোনয়ন দিয়ে মূল্যায়ন করবে।”

প্রদর্শনী অনুষ্ঠানে সরাইল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আহসান উদ্দিন খান শিপন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। দীর্ঘদিন ধরে তিনি দলের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন এবং মাঠপর্যায়ে দলের বার্তা পৌঁছে দিচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।