Nabadhara
ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে জামায়াত প্রার্থীর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা সেক্রেটারি ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের নেতৃত্বে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

১১ অক্টোবর সকাল ৯ টায় বাকেরগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে শোভাযাত্রার সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার উদ্বোধন করেন মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মাহফুজুর রহমান।

জানা গেছে, এই শোভাযাত্রায় এক হাজারেরও বেশি মোটরসাইকেল অংশ নেয়, যা স্থানীয়ভাবে সাম্প্রতিক সময়ে সংগঠিত বৃহত্তম রাজনৈতিক শোভাযাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে। বরিশাল জেলা ও বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের প্রায় তিন হাজারেরও বেশি নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

শোভাযাত্রাটি বাকেরগঞ্জ জেএসইউ মডেল হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন গারুড়িয়া, কবাই, দুধাল, রঙ্গশ্রী ও ভরপাশা ইউনিয়নের প্রধান প্রধান সড়ক পরিভ্রমণ করে পুনরায় জেএসইউ মডেল হাই স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। পথিমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভাও অনুষ্ঠিত হয়।

পথসভাগুলোতে মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন, “আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে অবহেলিত বাকেরগঞ্জবাসীর উন্নয়নের অংশীদার হোন। আমরা ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে জনগণের সম অধিকার নিশ্চিত করতে চাই।”

স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনী প্রচারে জামায়াতে ইসলামীর এমন সরব উপস্থিতি নির্বাচনী মাঠে একটি উল্লেখযোগ্য বার্তা বহন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।