Nabadhara
ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৫ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কাঁঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও ঝালকাঠি ১ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মো: রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন। আমুয়া ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের আয়োজনে টুর্নামেন্টে ফাইনাল খেলায় মোহমিন স্প্রে বরিশাল ও আমুয়া পূর্বপাড়া সরদার একাদশ অংশগ্রহণ করেন। ৬০ মিনিটে গোলশূন্য ড্র হওয়ায় মাঠ পরিচালক উভয় দলকে বিজয়ী ঘোষণা করেন।

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো: রফিকুল ইসলাম জামাল। সাবেক ইউপি চেয়ারম্যান আখতার হোসেন নিজাম মিরবহরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মাহেব হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি মো: জালালুর রহমান আকন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালমান খান বিপ্লব সহ আরো অনেকে। খেলা দেখতে মাঠে চারপাশে হাজার হাজার মানুষ ভীড় জমায়। উল্লেখ্য টুর্নামেন্টে বরিশাল ও ঝালকাঠিসহ বিভিন্ন উপজেলার ১৬ টি দল অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।