কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কাঁঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও ঝালকাঠি ১ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মো: রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন। আমুয়া ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের আয়োজনে টুর্নামেন্টে ফাইনাল খেলায় মোহমিন স্প্রে বরিশাল ও আমুয়া পূর্বপাড়া সরদার একাদশ অংশগ্রহণ করেন। ৬০ মিনিটে গোলশূন্য ড্র হওয়ায় মাঠ পরিচালক উভয় দলকে বিজয়ী ঘোষণা করেন।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো: রফিকুল ইসলাম জামাল। সাবেক ইউপি চেয়ারম্যান আখতার হোসেন নিজাম মিরবহরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মাহেব হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি মো: জালালুর রহমান আকন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালমান খান বিপ্লব সহ আরো অনেকে। খেলা দেখতে মাঠে চারপাশে হাজার হাজার মানুষ ভীড় জমায়। উল্লেখ্য টুর্নামেন্টে বরিশাল ও ঝালকাঠিসহ বিভিন্ন উপজেলার ১৬ টি দল অংশগ্রহণ করেন।