Nabadhara
ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) 
অক্টোবর ১২, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) 

সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসনের লক্ষ্যে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।

 

লিলেয়ানা ফন্ডস, নেদারল্যান্ডসের অর্থায়নে, সেন্টার ফর ডিজেবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল এর আয়োজনে দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় ৫০ জন প্রতিবন্ধী শিশু ও যুব অংশগ্রহণ করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক গোপাল কুমার মন্ডল, সাংবাদিক জি এম মুজিবুর রহমান ও এনজিও কর্মী সুব্রত বাছাড় প্রমুখ।

 

জাতীয় প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডা. এস. এম. হাবিবুর রহমান ক্যাম্পে উপস্থিতদের শারীরিক ও মানসিক অবস্থা মূল্যায়ন করে উপযুক্ত পুনর্বাসন ও চিকিৎসা পরামর্শ প্রদান করেন।

 

আয়োজক সূত্রে জানা যায়, আশাশুনি সদর ইউনিয়নে আরও ৩টি এবং শোভনালী ও বুধহাটা ইউনিয়নে মোট ১২টি স্ক্রিনিং ক্যাম্প পরিচালিত হবে, যেখানে প্রায় ৬০০ জন প্রতিবন্ধী শিশু ও যুবকে চিকিৎসা ও থেরাপি সেবা দেওয়া হবে।

 

সুব্রত বাছাড় বলেন, “এই ক্যাম্পের মাধ্যমে উপজেলার প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সঠিক চিকিৎসা, থেরাপি এবং সমাজে অন্তর্ভুক্তির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।