Nabadhara
ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৯, গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার, চিতলমারী
অক্টোবর ১২, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, চিতলমারী

বাগেরহাটের চিতলমারীতে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সভাপতিসহ ৯ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। সংঘর্ষের সঙ্গে জড়িত ৬ জনকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।

 

আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

এলাকাবাসীর বরাতে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের ছোটপোল কারিকরপাড়া গ্রামে কয়েকজন যুবকের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে ইটের আঘাতে শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নয়াব আলী শেখ আহত হন।

 

আহতরা হলেন— হায়াত আলী মীর (৫০), হাবিবুর রহমান (৩২), ছাইফুল কাজী (৫৫), মোঃ পান্না মোল্লা (৬৫), শহিদুল ইসলাম (৫৫), এবং অপর পক্ষের শহিন ফকির (৩০), বেদার শিকদার (৫৫), শিরাজ শিকদার (৪৫)।

 

চিতলমারী থানার উপপরিদর্শক দেবাকর জানান, “পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এজাহারভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।