Nabadhara
ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ১৫ এসিল্যান্ডের পদায়ন, তদবির ছাড়া পদায়ন

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২৫ ৭:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

তদবির ও প্রভাবমুক্ত স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠায় ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। তদবির, সুপারিশ কিংবা সিন্ডিকেটের প্রভাব এড়াতে তিনি লটারির মাধ্যমে ১৫ জন সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের পদায়ন সম্পন্ন করেছেন।

রোববার (১২ অক্টোবর) বিকেলে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই লটারির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত এসিল্যান্ডরা নিজ হাতে লট তুলে নিজেদের কর্মস্থল নির্ধারণ করেন।

বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার বলেন,

“আমাদের লক্ষ্য হচ্ছে প্রশাসনে স্বচ্ছতা, ন্যায় ও জবাবদিহি নিশ্চিত করা। লটারির মাধ্যমে পদায়ন কর্মকর্তাদের মধ্যে আস্থা সৃষ্টি করবে এবং তদবিরের প্রবণতা বন্ধ করবে।”

এর আগে তিনিই একই পদ্ধতিতে ২১ জন সার্ভেয়ারের বদলি নির্ধারণ করে প্রশংসা কুড়িয়েছিলেন।

দায়িত্ব গ্রহণের পর থেকেই ফিরোজ সরকার খুলনায় প্রশাসনিক সিন্ডিকেট ভেঙে কার্যকর ও সেবামুখী প্রশাসন গড়ে তুলতে একের পর এক উদ্ভাবনী পদক্ষেপ নিচ্ছেন। মাঠ প্রশাসনে নতুন উদ্দীপনা ও গতিশীলতা ফিরেছে—এমন মন্তব্য করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

লটারির মাধ্যমে পদায়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক এবং সদস্যসচিব রাফিউল ইসলাম টুটুল।

এই পদক্ষেপকে খুলনার প্রশাসনিক মহল দেখছে স্বচ্ছতা ও ন্যায্যতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে। কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এমন উদ্যোগ ভবিষ্যতে দেশের প্রশাসনিক কাঠামোতে আস্থা ও সমতার নতুন সংস্কৃতি গড়ে তুলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।