Nabadhara
ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে কর্মবিরতিতে অচল শিক্ষা কার্যক্রম

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

ন্যায্য দাবির আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশি হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার (১৩ অক্টোবর) থেকে লাগাতার কর্মবিরতি পালন করছেন পটুয়াখালীর দুমকি উপজেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এর ফলে উপজেলার বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম সম্পূর্ণরূপে অচল হয়ে পড়েছে।

জানা গেছে, সকাল থেকে দুমকি উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ কোনো এমপিওভুক্ত প্রতিষ্ঠানেই কোনো ক্লাস অনুষ্ঠিত হচ্ছে না।

আন্দোলনকারী শিক্ষক-কর্মচারীরা জানিয়েছেন, মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতার ন্যায্য দাবি আদায়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। সাম্প্রতিক সময়ে তাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলার ঘটনা শিক্ষক সমাজকে আরও ক্ষুব্ধ করে তুলেছে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তারা বলেন, তাদের ন্যায্য দাবির বিষয়ে সরকারিভাবে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এই লাগাতার কর্মবিরতি অব্যাহত থাকবে।

উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ জামাল হোসেন এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে দ্রুত এই সমস্যার সমাধান না হলে শিক্ষা কার্যক্রমে বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট মহল দ্রুত এই অচলাবস্থা নিরসনে কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা করছেন শিক্ষক ও অভিভাবক উভয়ই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।