মোঃ জসিম উদ্দিন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে ইলিশ শিকারের দায়ে পটুয়াখালীর দুমকিতে চার জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে তাদের মধ্যে দু’জনকে এক মাস এবং বাকি দু’জনকে দু’মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক রবিবার রাত ও সোমবার দুপুরে তাঁর কার্যালয়ে এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন – দুমকি উপজেলার লেবুখালী গ্রামের কাদের গাজী (৫৫) ও মো. সবুজ শরীফ (৫০), যাদেরকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া, বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কানকী গ্রামের ছালাম সিকদার (৫৬) ও কৃষ্ণকাঠীর কানকী এলাকার মাহবুব তালুকদার (৩৫)-কে দু’মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পুলিশ জানায়, সরকারি নিষেধাজ্ঞা চলাকালে রবিবার সারে ১০টা ও সোমবার সকাল ৬টার দিকে উপজেলার লেবুখালী ও আলগী এলাকায় পায়রা নদীতে কারেন্ট জালে মা-ইলিশ শিকার করার সময় মৎস্য বিভাগের অভিযান টিম তাদের হাতেনাতে আটক করে। অভিযানকালে জেলেদের ব্যবহৃত দু’টি নৌকা ও কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত নৌকাগুলো ভেঙে এবং কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত আসামিদের পটুয়াখালী জেলা কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকার প্রতি বছর নির্দিষ্ট সময়ের জন্য ইলিশ শিকার, পরিবহন ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।